Tuesday, 23 August 2016

ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস 
(নোট-১)

অধিকাংশ সময় অনেকেরই বিভিন্ন ডিজাইনে Public নাম ব্যবহার করা নিয়ে হতাশার মধ্যে থাকতে হয়। John day, John Smith এই জাতীয় নাম ছাড়া কোন নামই মাথায় ধরে না।তাই নাম সংক্রান্ত সকল সমস্যার সমাধানের জন্য http://uinames.com/ এই সাইটি ব্যবহার করুন। এখানে যে Country এর Public Name নাম দরকার সেই Country select করে, তারপর Male, Female, Random, যে ধরনেরই Gender দরকার তাকে Select করুন। Space bar এ চাপ দিলে একটার পর একটা নাম আসতে থাকবে সেখান থেকে আপনার যেটা পছন্দ মত নাম Select করতে পারবেন। কিবোর্ড এর C বাটন এ ক্লিক করে Select করতে হবে। তারপর Ctrl+C দিয়ে কপি করে আপনি সে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ!